বাংলাদেশ ফুটবল দলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ১৮ মার্চ ২০২১
বাংলাদেশ ফুটবল দলে করোনার হানা

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে নেপালে যাওয়ার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। সফরে যাওয়া আগে জাতীয় ফুটবল দলের স্কোয়াডে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছেন চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড রাকিব হোসেন।

নেপালের উদ্দেশে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে বুধবার সফরে থাকা সকলের করোনা পরীক্ষা করা হয়েছে রাকিবের পজিটিভ ধরা পড়ে। যদিও নিশ্চিত হওয়ার জন্য আবারও তাকে পরীক্ষা করা হবে।

রাকিব হোসেনের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন। তিনি বলেন, ‌বুধবার রাতে রাকিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। তবে আজ আবার তার নমুনা নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

এদিকে, বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনেও ছিলেন না রাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা রাকিবকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে ধাক্কা খাবে বাংলাদেশ।

কাঠমান্ডুতে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূইয়ারা।

বাংলাদেশ দল
গোলরক্ষক : আনিসুর রহমান, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান সোহাগ। মাসুক মিয়া জনি, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা;

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ আব্দুল্লাহ, মেহেদি হাসান রয়েল এবং রাকিব হোসেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের হয়েই খেলবেন জামাল, ছেড়ে দিয়েছে কলকাতা

দেশের হয়েই খেলবেন জামাল, ছেড়ে দিয়েছে কলকাতা

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

‘ক্ষমা চেয়েছেন’ গোলকিপার জিকো

‘ক্ষমা চেয়েছেন’ গোলকিপার জিকো

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা