রোনালদোকে পেলের অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ১৭ মার্চ ২০২১
রোনালদোকে পেলের অভিনন্দন

ফাইল ফটো

অফিসিয়াল ম্যাচে নিজের গোলের রেকর্ড ভাঙার কারণে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনলদোকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। তিনি বলেন, ‌‘আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার খেলা দেখতে আমি ভালোবাসি এবং এটা কারো কাছে এখন আর গোপন নেই।’

সিরি-এ লিগে কালিয়ারির বিপক্ষে জুভেন্টাসের ৩-১ গোলের জয়ের মাচে হ্যাটট্রিক করেছেন রোনালদো। এর মাধ্যমে ক্যারিয়ারে তার সর্বমোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৭০।

ম্যাচটির পরপরই ৩৬ বছর বয়সী রোনালদো তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২৭০ মিলিয়ন ফলোয়ার্সদের উদ্দেশ্য করে নতুন রেকর্ড গড়ার দাবি জানান। এর আগে গত ২ মার্চ তিনি পেলের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৭৬৭ গোল স্পর্শ করেছিলেন।

রোনালদো লিখেন, ‘ক্যারিয়ারে এ গোলগুলো করতে পেরে আমি দারুণ আনন্দিত ও একই সাথে গর্বিত। এখন আমি বিশে^র সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছি। এ ক্ষেত্রে আমি পেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছি, যা কখনো স্বপ্নেও চিন্তা করিনি।’

৮০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে ইন্সটাগ্রামে লিখেন, ‘অফিসিয়াল ম্যাচে গোলের রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন। আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার খেলা দেখতে আমি ভালোবাসি এবং এটা কারো কাছে এখন আর গোপন নেই। শুধুমাত্র একথা ভেবে কষ্ট পাচ্ছি যে, আজ আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারছি না। ক্রিস্টিয়ানো, জীবনটা একটি একক যাত্রা, প্রত্যেকেই তার নিজ নিজ যাত্রাপথ ঠিক করে নেয়। আর তুমি যে চমৎকার যাত্রা নিজের জন্য তৈরি করে নিয়ছো তা দেখতেও ভালো লাগে।’

একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে পেলের। সব মিলিয়ে তিনি ক্যারিয়ারে ১২৮৩টি গোল করেছেন, যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে।

রোনালদোর এ গোলগুলোর মধ্যে ৬৬৮টি ক্লাব গোলও রয়েছে। যার মধ্যে পাঁচটি লিসবন স্পোর্টিংয়ের হয়ে, ১১৮টি মানচেস্টার ইউনাইটেডের, ৪৫০টি রিয়াল মাদ্রিদের ও ৯৫টি রয়েছে জুভেন্টাসের জার্সি গায়ে। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১২০ গোল।

যদিও কিছু কিছু গণমাধ্যম চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকানের ৮০৫ গোলকে রোনালদো ও পেলের থেকে এগিয়ে রেখেছেন। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও দাবি জানিয়েছেন ক্যারিয়ারে তিনি ১ হাজার গোল করেছেন। যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

জয়েও হতাশা, জুভেন্টাসের বিদায়

জয়েও হতাশা, জুভেন্টাসের বিদায়

রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর