নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৩ মার্চ ২০১৮
নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল

ইনজুরি আক্রান্ত ব্রাজিল সুপারস্টার নেইমারকে ছাড়া রাশিয়া ও জার্মানীর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ঘোষিত দলে ব্রাজিলিয়ান কোচ তিতে জাতীয় দলে নতুনদের সুযোগ দিয়েছেন।

আগামী ১৪ জুন রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করার আগে ২৩ ও ২৭ মার্চ অনুশীলন ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ফেব্রুয়ারিতে প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে খেলতে গিয়ে পায়ের গুরুতর ইনজুরিতে আক্রান্ত নেইমারকে ছাড়াই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে। ফলে নেইমারের অনুপস্থিতি কিছুটা হলেও দলের উপর প্রভাব ফেলেছে। পুরো পরিস্থিতি আরও একটু ভালভাবে পর্যবেক্ষণ করেই তিতে দল ঘোষণায় ১০ দিন দেরি করেছেন।

অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস নেইমারকে বিশ্রামে থাকতে হবে। সে কারণেই ২৩ জনের পরিবর্তে তিতে ২৫ জনের তালিকা ঘোষণা করেছেন তিতে। স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ একটি মৌসুম কাটানোর পুরস্কারস্বরুপ ২৬ বছর বয়সী স্ট্রাইকার উইলিয়ান জোসেকে জাতীয় দলে ডাকা হয়েছে।

এদিকে তুরষ্কের বেসিকটাসের হয়ে নিজেকে প্রমাণ করা টালিসকাকে ২০১৪ সালে দুটি প্রীতি ম্যাচের পরে প্রথমবারের মত দলে ডাকা হয়েছে। তবে দলে অন্যতম বড় তারকা হিসেবে অনুপস্থিত আছেন জুভেন্টাসের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। তার পরিবর্তে তিতের ইচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপ লুইসকে অন্তর্ভুক্ত করা।

জার্মানীর বিপক্ষে বার্লিনে খেলতে যাবার আগে রাশিয়ার বিপক্ষে মস্কোতে মুখোমুখি হবে ব্রাজিল। রোস্তভে আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালিসন, নেটো, এডারসন
ডিফেন্ডার : ডানিয়েল আলভেস, ফাগনার, ফিলিপ লুইস, মার্সেলো, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, জেরোমেল, রডরিগো কাইয়ো।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পলিনহো, রেনাটো অগাস্তো, উইলিয়ান, ফিলিপ কুতিনহো, টালিসকা।
ফরোয়ার্ড : গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফারমিনো, ডগলাস কস্তা, উইলিয়ান জোসে, টাইসন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিলভার গোলে ম্যানসিটির জয়

সিলভার গোলে ম্যানসিটির জয়

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ইনজুরি সত্ত্বে দলে আগুয়েরো

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ইনজুরি সত্ত্বে দলে আগুয়েরো

নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন

নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন

নেইমারের দুই শর্ত

নেইমারের দুই শর্ত