আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ইনজুরি সত্ত্বে দলে আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ মার্চ ২০১৮
আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ইনজুরি সত্ত্বে দলে আগুয়েরো

ইতালি ও স্পেনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে আর্জেন্টাইন স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইনজুরি আক্রান্ত সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির তারকা এই স্ট্রাইকার বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। যে কারণে দুই সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে রয়েছেন তিনি।

আগামী ২৩ মার্চ স্পেন ও চারদিন পরে ইতালির বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে তৃতীয় পুত্র সন্তানের জন্মের কারনে বার্সেলোনার ম্যাচে অনুপস্থিত থাকা লিওনেল মেসিও জাতীয় দলে ফিরেছেন।

স্পেনের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবার পরে আর্জেন্টিনা ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ইতালির মোকাবেলা করবে।

আর্জেন্টাইন স্কোয়াড :
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গাজমান, উইলি কাবালেরো।
ডিফেন্ডার : ফেডেরিকো ফাজিও, রামিরো ফুনেস মোরি, মার্কোস রোহো, নিকোলাস টাগলাফিকো, গ্যাব্রিয়েল মেরকাডো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, ফ্যাব্রিসিও বাসটোস।

মিডফিল্ডার : অ্যাডুয়ার্ডো সালভিও, ইভার বানেগা, লিনাদ্রো পারেডেস, ম্যানুয়েল লানজিনি, জেভিয়ার মাসচেরানো, গিওভানি লো সেলসো, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাবলো পেরেজ, ম্যাক্সিমিলিয়ানো মেজা।
ফরোয়ার্ড : সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, দিয়েগো পেরোত্তি, ক্রিস্টিয়ান পাভোন, লটারো মার্টিনেজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

সিলভার গোলে ম্যানসিটির জয়

সিলভার গোলে ম্যানসিটির জয়

নেইমারের দুই শর্ত

নেইমারের দুই শর্ত

এবার কেনের বিশ্বকাপ অনিশ্চিত

এবার কেনের বিশ্বকাপ অনিশ্চিত

অবশেষে জয়ে ফিরল আর্সেনাল

অবশেষে জয়ে ফিরল আর্সেনাল