বাংলাদেশ জতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াকে ছেড়ে দিয়েছে কলকাতা মোহামেডান। যার ফলে নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে জামাল ভূইয়াকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেল।
ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলছিলেন জামাল ভূইয়া। লিগের বর্তমানে সুপার সিক্সের খেলা চলছে। তবে জামাল ভূ্ইয়াকে ছেড়ে দিতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই চিঠি চিঠির জবাব দিয়েছে কলকাতা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জাতীয় টিমস কমিটির গত মিটিংয়ের পর কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিলাম। সেখানে মার্চের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য জামালকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। চিঠির জবাবে কলকাতা মোহামেডান অফিসিয়ালি নিশ্চিত করেছে তারা জামালকে ছাড়বে।
তিনি আরও বলেন, ১৮ মার্চ জামালকে রিলিজ দেবে কলকাতা। ওইদিনই জামাল বাংলাদেশে ফিরতে পারে অথবা সরাসরি নেপালেও চলে যেতে পারে।
ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের ১৮ বা ২০ মার্চ নেপালে যাওয়ার কথা রয়েছে। আর প্রতিযোগিতাটি মাঠে গড়াবে ২৩ মার্চ। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৯ মার্চ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]