ইংল্যান্ডে স্বস্তি পাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি। যে কারণে আবারও দক্ষিণ আমেরিকায় ফিরতে পারেন এবং সেখানে থেকেই ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন কাভানির বাবা লুইস কাভানি।
আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসে লুইস কাভানি বলেন, ‘যেখানে সে আছে সেখানে খুব একটা স্বস্বিবোধ করছে না। আরও দুই বছর তার খেলার ইচ্ছা আছে, তারপরই পরিবারের কাছে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন।’
৩৪ বছর বয়সী কাভানির চলতি বছরের শেষে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে খেলার সম্ভাবনা রয়েছে বলেও লুইস কাভানি জানিয়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বছরের শুরুতে ইংলিশ ফুটবল থেকে কিছুদিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এডিনসন কাভানি।
ইনস্টাগ্রামে বন্ধু পাবলো ফার্নান্দেজ প্রসঙ্গে বর্ণবাদী শব্দ ব্যবহার করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন কাভানি। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি এ তারকা স্ট্রাইকার।
‘নেগরিটো’ শব্দটি উরুগুয়েতে প্রায়শই ব্যবহৃত হয়ে দাবি করে লুইস কাভানি জানিয়েছেন, ‘আমরা রেসিস্ট নই। এতে মূলত কিছুই প্রমাণ হয়নি। তারপরেও তাকে শাস্তি ভোগ করতে হয়েছে, যা খুবই দুঃখজনক।’
পিএসজি থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় অক্টোবরে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে মাঠ ও মাঠের বাইরে সকলকে আকৃষ্ট করেছিলেন কাভানি। ইউনাইটেডের সাথে তিনি এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
কাভানির বাবা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন দেখেছেন তার ছেলে। তিনি বলেন, ‘আমরা জানি বোকা ও আর্জেন্টাইন ফুটবল কাকে বলে। ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশ সুযোগ আছে কাভানির দক্ষিণ আমেরিকায় ফিরে আসার।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]