দুর্দান্ত ফর্মে থাকা নরওয়েজিয়ান তরুণ স্টাইকার আর্লিং ব্রট হালান্ডের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে লা লিগার ক্লাব সেভিয়ার সাথে দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হলে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে ডর্টমুন্ডের শেষ আট নিশ্চিত হয়।
প্রথম লেগে ৩-২ গোলের জয়ের মাচটিতেও দুই গোল করেছিলেন হালান্ড। সিগন্যাল ইডুনা পার্কে দর্শকবিহীন স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলের পর পেনাল্টি থেকে বিরতির পর আর এক গোল করে দলকে দারুণভাবে এগিয়ে দেন হালান্ড।
ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘এটা একটি কঠিন ম্যাচ ছিল। আমি চেষ্টা করেছি, পরের রাউন্ডে খেলতে পারার অভিজ্ঞতা সত্যিই দারুণ। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
সেভিয়ার হয়ে দুটি গোল পরিশোধ করেছে মরোক্কান ফরোয়ার্ড ইউসেফ এন-নেসরি। ৬৯ মিনিটে স্পট কিক থেকে প্রথম গোলের পর শেষ মিনিটে এন-নেসরির গোলে সমতা ফেরায় সেভিয়া। তবে আগের লেগে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয় ডর্টমুন্ডের।
ম্যাচ শেষে এন-নেসরি বলেছেন, ‘এ ফলাফলে আমরা মোটেও খুশি নই। মূল কথা হচ্ছে ভাগ্য আমাদের সহায় ছিল না। তারা একটি সুযোগ পেয়েছে এবং সেটাই গোল করেছে। শেষ মিনিট পর্যন্ত আমরা লড়াই করে গেছি।’
ম্যাচ সেরা হালান্ড এখন পর্যন্ত ৬ ম্যাচে ১০ গোল করে এবারের মৌসুমে এখনো গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। ২০ বছর বয়সী এ তরুণ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাত্র ১৪ ম্যাচে ২০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপের দখলে।
সেভিয়া কোচ জুলেন লোপেতেগুই বলেছেন, ‘আমরা এমন একজন খেলোয়াড়ের কাছে হেরে গেছি যার জন্য উজ্জ্বল একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]