জয়েও হতাশা, জুভেন্টাসের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১১ মার্চ ২০২১
জয়েও হতাশা, জুভেন্টাসের বিদায়

ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে জয় পেলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো জুভেন্টাস। দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। তবে দুই লেগ মিলে স্কোরলাইন ৪-৪ হওয়ায় অ্যাওয়ে গোলে শেষ আটে চলে গেছে পোর্তো। নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল পোর্তো।

টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শেষ ষোলো থেকে বিদায় নিল জুভেন্টাস। গতবার অলিম্পিক লিওঁর মাঠে হারের পর ঘরের মাঠে জিতেও অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছিল জুভেন্টাসের।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে আক্রমণ পাল্টা-আক্রমণে শুরু হয় ম্যাচ। ১৯তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সার্জিও অলিভেইরার সফল স্পট কিক থেকে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ডি-বক্সে তারেমিকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় পোর্তো।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরে জুভেন্টাস। ৪৯তম মিনিটে ফেডেরিকো চিয়েসা গোল করলে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। এরপরেই বড় একটা ধাক্কা খায় পোর্তো। ম্যাচের ৫৪তম তিন মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তারেমি।

ফাউল করে প্রথম হলুদ কার্ড পাওয়ার দুই মিনিট পর জুভেন্টাসের দেমিরালকে ফাউল করেন মারেগা। এরপন রেফারির বাঁশি শুনেও বলে কিক করে লাল কার্ড দেখেন তারেমি। পোর্তোর একাদশ গিয়ে দাঁড়ায় ১০ জনে।

একজন কম থাকায় ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ফেডেরিকো চিয়েসা। ফলে নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলে স্কোরলাইন ৩-৩ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটের প্রথম ২৪ মিনিটে দুই দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১১৫তম মিনিটে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে ম্যাচে সমতা টানেন অলিভেইরা। এরপর দুই মিনিট পর (১১৭তম মিনিট) আবারও ম্যাচে এগিয়ে যায় জুভেন্টাস।

দুই লেগ মিলে স্কোরলাইন ৪-৪ করেন আদ্রিওঁ রাবিও। তবে বাকি সময়ে পোর্তোর রক্ষণভাগ আর ভাঙতে পারেনি তারা। ফলে ম্যাচ জিতেও জুভেন্টাসকে হতাশায় মাঠ ছাড়তে হয়।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিল

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিল

রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড