রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৯ মার্চ ২০২১
রোনালদোর বদলি ইকার্দিকে চায় জুভেন্টাস

গ্রীষ্মে জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেলে সিরি-এ লিগে আরও একটি ইতিহাস রচনা হতে পারে। চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের ধারাবাহিক পারফরমেন্সে এবার শিরোপা ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে জুভেন্টাসের জন্য। যে কারণে আগামী মৌসুমে এই দুই দলের ম্যাচগুলো হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়।

ইতালিয়ান গণমাধ্যমগুলোর দাবি, এবারের মৌসুম শেষে পর্তুগীজ সুপারস্টারকে দলে ধরে রাখা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কঠিন হয়ে পড়েছে। যে কারণে যতই রোনালদোর সাথে ক্লাবের চুক্তি শেষের দিকে যাচ্ছে ততই জুভেন্টাস তার বদলি খেলোয়াড় নিয়ে সরব হয়ে উঠছে। এ তালিকায় এখন পর্যন্ত জুভেন্টাসের প্রথম পছন্দ সাবেক ইন্টার অধিনায়ক মাউরো ইকার্দি।

অতীতেও পিএসজির এ আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে জুভেন্টাস। আর এবার রোনালদোর দল ত্যাগের বিষয়টি নিশ্চিত হলে তুরিনের জায়ান্টের হয়ে ইকার্দিকে আগামী মৌসুমে মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইন্টারের পক্ষ থেকেও অবশ্য ইকার্দির দল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার ব্যাপারে কঠিন শর্তারোপ করা হয়েছিল। যে কারণে অতীতে সফল হতে পারেনি তুরিনের জায়ান্টরা।

সম্প্রতি কোপা ইতালিয়ার সেমিফাইনালে ইন্টারকে পরাজিত করেছে জুভেন্টাস। আর সেই আনন্দকে ইন্সটাগ্রামে উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনাললদো, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, আলভারো মোরাতা ও পাওলো দিবালা। আর তাদের এ পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন করেছেন ইকার্দি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কলম্বিয়া-ব্রাজিল ম্যাচ নিয়ে শঙ্কা

কলম্বিয়া-ব্রাজিল ম্যাচ নিয়ে শঙ্কা

আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

চার জাতির ফুটবলে নেপালের আমন্ত্রণে রাজি বাংলাদেশ

চার জাতির ফুটবলে নেপালের আমন্ত্রণে রাজি বাংলাদেশ

ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড

ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড