আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৮ মার্চ ২০২১
আবারও দেশের জার্সি পড়তে পারেন ইব্রাহিমোভিচ

সুইডিশ জাতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। ৩৯ বছর বয়সে আবারও পড়তে পারে দেশে জার্সি। সাবেক এ অধিনায়কের বিষয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে সুইডিশ বিভিন্ন গণমাধ্যম।

কোচ জেনে এন্ডারসনের অধীনে সুইডেন এবারের ইউরো চ্যাম্পিয়নশীপে খেলবে। ১৪ জুন বিলবাওয়ে স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে সুইডেন ইউরোর মিশন শুরু করবে। গত বেশ কয়েক মাস ধরেই জ্লাটানের জাতীয় দলে ফেরার ব্যপারে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখনো পর্যন্ত সুইডিশ ফুটবল ফেডারেশন থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সুইডিশ ন্যাশনাল প্রেসের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, এসি মিলানের এই স্ট্রাইকার আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই হয়তো জাতীয় দলে ফিরেতে পারেন।

সুইডেনের জাতীয় দলের জার্সি গায়ে অভিজ্ঞ এ স্ট্রাইকার ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের পর জাতীয় দলে তার আর খেলা হয়নি। ওই আসরে তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

গ্রুপের তলানির দল হিসেবে বিদায় নেওয়া সুইডেনের হয়ে সেবারের ইউরো চ্যাম্পিয়নশীপে কোনো গোল করতে পারেননি ইব্রা। ফেডারেশন সুত্র ইঙ্গিত দিয়েছে এন্ডারসনের সাথে ইব্রাহিমোভিচের সম্প্রতি বেশ সফল আলোচনা হয়েছে। ফেডারেশনের এক মুখপাত্র বলেছেন, ‘জ্লাটানের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।’

চলতি মাসেই সুইডেনের জর্জিয়া ও কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ ও এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এবারের মৌসুমে এসি মিলানের হয়ে সিরি-এ লিগে ইব্রাহিমোভিচ ১৪ ম্যাচে ১৪ গোল করেছেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার সভাপতি প্রার্থী লাপোর্তার মন্তব্যে সমালোচনার ঝড়

বার্সার সভাপতি প্রার্থী লাপোর্তার মন্তব্যে সমালোচনার ঝড়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরাস্ত সেভিয়া, ফাইনালে বার্সেলোনা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরাস্ত সেভিয়া, ফাইনালে বার্সেলোনা

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড

ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড