শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। তবে ফাইনাল নিশ্চিত করতে লিওনেল মেসিদের জয়ের ব্যবধান আরও বড় দরকার ছিল। বার্সার সেই কঠিন চ্যালেঞ্জের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় সেভিয়া। কিন্তু শেষ লড়াইয়ে নাটকীয় বড় ব্যবধানের জয়ে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করছে তারা।
বুধবার (৩ মার্চ) রাতে ক্যাম্প ন্যুয়ের সেমি-ফাইনালের ফিরতি লেগে সোভিয়াকে ৩-০ গোলে হারেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে জয়ী হয়ে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা আবারও ফাইনালে উঠেছে।
সেমি-ফাইনালের এ ম্যাচে বার্সেলোনা শুরুটা হয় দুর্দান্ত। দেম্বেলের নৈপুণ্যে ১২তম মিনিটেই এগিয়ে যায় তারা। ডি বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল খুঁজে নেন। ফাইনালের পথে শুরুতে এগিয়ে যায় বার্সেলোনা।
এরপর ম্যাচের ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে খেললেও গোলের দেখা পাচ্ছিল না মেসিরা। ফলে ১-০ গোলের এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা থাকলেও অনিশ্চিত হয়ে পড়ছিল ফাইনাল। তবে শেষ দিকে ঘটে যায় নাটকীয় ঘটনা।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) সেভিয়া ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো। ম্যাচে একজন কম থাকায় চাপ বৃদ্ধি করে বার্সেলোনা। বিপরীতে নিজেদের রক্ষায় রক্ষণাত্মক হয়ে যায় সেভিয়া। তবে শেষ মুহূর্তে আর পেরে উঠেনি।
৯০+৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা অঁতোয়ান গ্রিজমানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেড করে দলকে উচ্ছ্বাসে ভাসান জেরার্দ পিকে। এই গোলে দুই লেগ মিলে সমতায় ফিরে বার্সেলোনা। সমতায় ফিরে নির্ভার বার্সা পরের মিনিটেই ফাইনাল নিশ্চিত করে।
গোলমুখে আলবার বাড়ানো ক্রসে হেড করে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে ঠিকানা খুঁজে নেন মার্টিন ব্রাথওয়েট। শেষ মুহূর্তের এ গোলে জয়ের সাথে ফাইনালে পা রাখার উল্লাসে মেতে উঠেন মেসিরা।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]