ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ০৪ মার্চ ২০২১
ইউরোর আরও ম্যাচ আয়োজনে প্রস্তুত ইংল্যান্ড

চলতি বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপে নির্ধারিত ছাড়াও অতিরিক্ত আরও কিছু ম্যাচ আয়োজনে প্রস্তুত রয়েছে ইংল্যান্ড। স্থানীয় এক পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমন মন্তব্য করেছেন।

২০৩০ বিম্বকাপ আয়োজনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড যৌথ বিডে অংশ নিবে, বৃটিশ সরকারের এমন প্রতিশ্রুতি ঘোষণার সময়ই ইউরো আয়োজন নিয়ে দ্য সান পত্রিকায় জনসন এমন মন্তব্য করেন।

চলতি বছরের ১১ জুন থেকে শুরু হওয়া এবারের ইউরো চ্যাম্পিয়নশীপ ইউরোপের ১২টি শহরে অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে ইউরো এক বছর পিছিয়ে জুনে শুরু হতে যাচ্ছে। পত্রিকাটির দাবি, ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সাথে এ বিষয়ে বৃটিশ প্রধানমন্ত্রী কথা বলবেন।

বিশেষ করে করোনা পরিস্থিতি নিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ এখনো শঙ্কার মধ্যে থাকায় যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বিরাজ করছে। ভাইরাসে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম। কিন্তু ইতোমধ্যেই সেখানে ২০ মিলিয়ন জনগণকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। জুলাই নাগাদ ইংল্যান্ডের প্রতিটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

পুরো ইউরো এককভাবে ইংল্যান্ডে আয়োজনের বিষয়টি উয়েফার পক্ষ থেকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউরোপের ১২টি শহরেই এবারের ইউরো আয়োজিত হবে। লন্ডনের ওয়েম্বলীতে ইউরোর গ্রুপ পর্বের কিছু ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

জনসন বলেছেন, ‘ইউরোর যেকোনো ম্যাচ আমাদের এখানে আয়োজন করতে চাইলে আমরা প্রস্তুত আছি। আমরা ইউরোর স্বাগতিক হয়েছি, এখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তারা যদি আরও কোন ম্যাচ আয়োজন করতে চায় তবে আমরা অবশ্যই উয়েফার সাথে আছি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার

বাদ দেওয়া তিন তারকার দ্বারস্থ হচ্ছেন লো

বাদ দেওয়া তিন তারকার দ্বারস্থ হচ্ছেন লো

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার