বার্সেলোনার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। একই সাথে বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ এবং প্রধান আইনজীবী রোম্যান গোমেজ পন্তিকেও গ্রেফতার করা হয়েছে।
‘বার্সাগেট’ কেলেঙ্কারির অভিযোগে সোমবার (১ মার্চ) তাদের গ্রেফতার করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের দাবি করেছিল, বার্সেলোনার খেলোয়াড়দের মর্যাদাহানি করতে আইথ্রি নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। ওই প্রতিষ্ঠানটির কাজ ছিল ক্লাবের ভেতরে ও বাইরে তার প্রতিদ্বন্দ্বীদের নামে মিডিয়ায় কুৎসা রটানো।
লিওনেল মেসি-পিকেসহ সাবেক ফুটবলার জাভি ও কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতো আইথ্রি। পরে ওই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।
লিওনেল মেসি ছাড়াও সে সময় কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার নামে অপপ্রচার চালানোর অভিযোগে বার্তোমেউ-এর দিকে আঙুল ওঠে। মেসির সঙ্গেও তার সম্পর্ক ক্রমেই অবনতি হয়। যার ফলশ্রুতিতে ক্লাব ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।
শেষ মুহূর্তে মেসি বার্সেলোনায় থেকে গেলেও চাপের মুখে সরে দাঁড়ান বার্সা সভাপতি বার্তোমেউ। তবে ওই ঘটনা তদন্ত করে যাচ্ছিলে স্প্যানিশ পুলিশ। তারই ধারাবিাহিকতায় এবার বার্তোমেউকে গ্রেফতার করলো পুলিশ।
বার্তোমেউকে গ্রেফতারের সময় বার্সেলোনার কাম্প ন্যুতে তল্লাশিও চালিয়েছে স্প্যানিশ পুলিশ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]