সেভিয়ার জয়রথ থামিয়ে দুয়ে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সেভিয়ার জয়রথ থামিয়ে দুয়ে বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

দুর্বল এলচেকে হারিয়ে সেভিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠেছিল বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা সেভিয়াকে হারিয়ে এবার লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেল বার্সা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান এখন মাত্র ২, যদিও ম্যাচ বেশি খেলেছে তারা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) লা লিগার এ ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান লিওনেল মেসি।

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্রথম ২০ মিনিটে গোল করার মতো কোনো আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। তবে ২৯তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন দেম্বেলে। মেসির থ্রু পাস থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল আদায় করে ফরাসি এ ফরোয়ার্ড।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে সাফল্য পেতে বেশ সময় নিতে হয় তাদের। ম্যাচের ৮৫তম মিনিটে গোলের দেখা পান মেসি। তাও আবার গোলরক্ষকের হাত থেকে ছুটে না গেলে সেটিও হতো না।
sportsmail24

সেভিয়ার দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের উদ্দেশে শট নেন মেসি। সামনেই থাকা সেভিয়ার গোলরক্ষক বোনো দু-হাত দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। হাতে লাগলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বোনো। ফিরতি বলে পা ছুঁয়ে ফাঁকা জালে গোল আদায় করেন বার্সেলোনা অধিনায়ক।

এর গোলের মধ্য দিয়ে সেভিয়ার বিপক্ষে তিন ম্যাচ পর জালের দেখা পেলেন মেসি। এছাড়া এ গোলের ফলে লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল সংখা হলো ১৯টি।

এ জয়ে লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সেলোনা। ফলে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছে। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। এছাড়া লিগে টানা ছয় জয়ের পর বার্সেলোনার কাছে হারের স্বাদ পাওয়া সেভিয়া ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রয়েছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার

পিএসজির আলোচনার টেবিলে নেইমার

পিএসজির আলোচনার টেবিলে নেইমার

মেসির জোড়া গোল, স্বস্তির জয়ে তিনে বার্সা

মেসির জোড়া গোল, স্বস্তির জয়ে তিনে বার্সা

প্রতিশোধের ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা

প্রতিশোধের ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা