২০০৬ বিশ্বকাপ ফুটবলের ভোট ক্রয় কেলেঙ্কারিতে মামলা থেকে বেঁচে গেলেন ফ্রেঞ্জ বেকেনবাওয়ার ও জার্মান ফুটবলের অন্য কর্মকর্তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করছে না ফিফা। বৃহস্পতিবার ফিফার নৈতিকতা বিষয়ক কমিটি এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনভাবে পরিচালিত নৈতিক কমিটির বিচারিক চেম্বারের দেওয়া রুলিং অনুযায়ী ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, থিও জওয়ানজিগার ও হোর্স্ট আর স্মিদের বিরুদ্ধে মামলা করা যাবে না। কারণ, তাদের বিরুদ্ধে মামলার জন্য আবেদনের সময় সীমা পার হয়ে গেছে।’
ফিফার অভ্যন্তরীন বিচার বিভাগ বলেছে, বাওয়ারের জন্য ২০১২ সাল এবং জওয়ানজিগার ও স্মিদের বিপক্ষে মামলার মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত নির্ধারিত ছিল।
২০১৬ সালে বাওয়ার ও ২০০৬ সালের ভেন্যু চূড়ান্তকরণ কেলেঙ্কারিতে জড়িত আরও ৫ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ফিফার নৈতিকতা কমিটি। তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনেরও অভিযোগ উঠে। ওই অভিযোগে জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ডিএফবির সভাপতি থিও জওয়ানজিগার ও সাধারণ সম্পাদক হোর্স্ট আর স্মিদকেও জড়ানো হয়েছে।
আয়োজক কমিটির প্রধান ছিলেন সাবেক খেলোয়াড় ও কোচ বেকেনবাওয়ার।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]