বায়ার্ন মিউনিখের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ইংল্যান্ডের অনুর্ধ-২১ জাতীয় দলের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। নতুন এ রেকর্ড গড়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে জার্মান জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন তিনি।বায়ার্নের ১৭ বছর বয়সি এ বিষ্ময়বালক নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬ ফ্রেুয়ারি) ১৭ বছর পূর্ণ হবে মুসিয়ালার বয়স। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ বারের অংশগ্রহণে গোল করে নিজ দল বায়ার্নকে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার রোমে অনুষ্ঠিত ওই ম্যাচে ল্যাৎসিওকে ৪-১ গোলে হারায় বায়ার্ন।
এটি ছিল দ্বৈত নাগরিকত্ব পাওয়া মুসিয়ালার মাত্র ১৭ বছর ৩৬৩ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল। ইংল্যান্ড বা জার্মানির কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন তিনি।
স্টুটগার্টে জন্মগ্রহণ করা মুসিয়ালা শিশুকালে লন্ডনে চলে যান। ২০১৯ সালে বায়ার্নে যোগ দেওয়ার আগমুহূর্ত পর্যন্ত চেলসির একাডেমিতে ছিলেন। ফলে ইংল্যান্ড বয়স ভিত্তিক জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন।
গত নভেম্বরে ইংল্যান্ড অনুর্ধ-২১ দলে অভিষেকও ঘটে তার। তবে থ্রি লায়নদের ছেড়ে জার্মানির সিনিয়র দলকেই শেষ পর্যন্ত বেছে নেন মুসিয়ালা।
সম্প্রচারক এআরডি’ কে মুসিয়ালা বলেন, ‘শেষ পর্যন্ত আমি আমার অনুভুতিকেই গুরুত্ব দিয়েছি। মনে হচ্ছে এটিই শতভাগ সঠিক সিদ্ধান্ত। আমার হৃদয়ের এক অংশে ইংল্যান্ড, আরেক অংশে জার্মানি। জার্মানিতে আমি জন্মগ্রহণ করেছি এবং ফুটবল শুরু করেছি। তবে আমি বেড়ে উঠেছি ইংল্যান্ডে। এখনো সেখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। যে কারণে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে প্রচুর ভাবতে হয়েছে। এটি খুব একটা সহজ সিদ্ধান্ত ছিল না।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]