ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে ক্রোটোনকে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। সোমবার রাতে নিজেদের মাঠে বাকি গোলটি করেছেন ওয়েস্টন ম্যাককেনি। এ জয়ে সেরি এ লিগে তিন নম্বরে উঠে গেছে শিরোপাধারীরা।
খেলার শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল জুভেন্টাস। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। তলানিতে থাকা দল ক্রোটোনের বিপক্ষে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে আধাঘণ্টারও বেশি সময়।
ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর ক্রস থেকে বল থেকে বক্সের সামনে হেড করে ঠিকানা খুঁজে নেন রোনালদো। এরপর প্রথম গোল পেতে দেরি হলেও দ্বিতীয় গোল পেতে সময় নেন রোনালদো।
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগাল তারকা। ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট প্রধমে গোলরক্ষক ঝাপিয়ে ফিরিয়ে দিলেও র্যামজির ক্রস থেকে বক্সের সামনে লাফিয়ে হেড করে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ম্যাককেনি। ৬৬তম মিনিটে কর্নারে মাটাইস ডি লিখটের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বল পেয়ে যান যুক্তরাষ্ট্রের এ মিডফিল্ডার। সেখান থেকে শট করে আসরে নিজের চতুর্থ গোল আদায় করে নেন তিনি।
নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেছে তারা। অন্যদিকে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান এবং সমান সংখ্যব ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে এসি মিলান।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]