চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক গোলে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়া পিএসজি লিগ ওয়ানে মোনাকোর কাছে আবারও ধরা খেল। নিজেদের মাঠে মোনাকোর কাছে ২-০ গোলে হেরে গেছে নেইমাররা। এ জয়ে পয়েন্ট টেবিলে পিএসজির সাথে আরও ব্যবধান কমালো মোনাকো।
রোববার (২১ ফেব্রুয়ারি) ঘরের মাঠে দুই অর্ধের দুটি গোল হজম করে পিএসজি। এর আগে গত নভেম্বরেও দুই দলের প্রথম দেখায় ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছিল মোনাকো।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত সপ্তাহে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। তবে এ ম্যাচে কোনভাবেই মোনাকোর রক্ষণবাগ ভাঙতে পারেনি পিএসজি। বার্সেরোনার বিপক্ষে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপেও ছিলেন বিবর্ণ।
ম্যাচের শুরুতেই গোল কেয়ে পিছিয়ে যায় পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল পোস্টের কাছ থেকে হেড করে দলকে এগিয়ে দেন মোনাকোার ফরাসি মিডফিল্ডার সোফিয়ানে দিয়ুপ।
শুরুতেই পিছিয়ে পতে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধেও গোলের ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি মোনাকো। ডি-বক্সে ফাঁকা বল পেয়ে জাল খুঁজে নেন মারিপান।
এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় আর গোলের দেখা পায়নি পিএসজি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়া মোনাকো।
এদিকে এ হারে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়ে গেছে পিএসজি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। আর শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫৮।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]