ডোপিং নিষেধাজ্ঞায় মালির দুই ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১
ডোপিং নিষেধাজ্ঞায় মালির দুই ফুটবলার

সেকু কইতা (বামে) ও মোহাম্মদ কামারা (ডানে), ছবি : গেটি ইমেজ

‘অসুস্থতার’ জন্য ঔষধ গ্রহণ করে ঝামেলায় পড়লেন মালির দুই ফুটবলার। ডোপিং অপরাধে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তিন মাসের জন্য নিষিদ্ধ হওয়া ওই দুই ফুটবলার হলেন- মোহাম্মদ কামারা ও সেকু কইতা।

আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় তারা ওই ঔষধ গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে তাদের অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষায় তাদের দেহে উয়েফার তালিকায় নিষিদ্ধ ঘোষিত শক্তিবর্ধক উপদান পাওয়া গেছে।

এক বিবৃতিতে ১৪ বারের অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা জানায়, ‘মোহাম্মদ কামারা ও সেকু কইতাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অচিরেই তা কার্যকর হবে। নিষিদ্ধকালে তারা কোন ধরনের ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবেন না।’

রায়ে বলা হয়, এখানে উয়েফার ডোপিং আইনের কোন রকম ইচ্ছাকৃত লংঘন ঘটেনি। তবে নিষিদ্ধ ঘোষিত কোন উপাদান শরীরে প্রবেশের জন্য প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে দায়ী। যেটি মালির হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে কামারা ও কইতার ক্ষেত্রে ঘটেছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম লেগে জুভেন্টাসও হোঁচট খেল

প্রথম লেগে জুভেন্টাসও হোঁচট খেল

এমবাপের হ্যাটট্রিক, পিএসজির কাছে ধরাশায়ী বার্সেলোনা

এমবাপের হ্যাটট্রিক, পিএসজির কাছে ধরাশায়ী বার্সেলোনা

কোভিড সঙ্কটের মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট

কোভিড সঙ্কটের মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট

নাপোলিকে বিদায় করে ফাইনালে আটালান্টা

নাপোলিকে বিদায় করে ফাইনালে আটালান্টা