ইতালিয়ান মাত্তেও পেসিনার জোড়া ড়োলে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে আটালান্টা। সেমি ফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আটালান্টা। এর আগে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
ম্যাচে পেসিনার দুই গোলের পিছনে অবদান ছিল ডুভান জাপাটার। এ নিয়ে গত তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো কাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আটালান্টা। ১৯ মে রোমে অনুষ্ঠিত ফাইনালে তাদের প্রতিপক্ষ জুভেন্টাস।
বারগামোর জিউইস স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে গোল করে আটালান্টাকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড জাপাটা। এবারের মৌসুমে এটি তার ১২তম গোল। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেসিনা।
দ্বিতীয়ার্ধে বেশ আগ্রাসী কৌশলে মাঠে নামে সফরকারী নাপোলি। তারই ধারাবাকিহতায় হার্ভিং লোজানো এক গোল পরিশোধ করেন। তবে ৭৮ মিনিটে জাপাটার আরও একটি এসিস্টে ২৩ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার পেসিনা নাপোলির রক্ষনভাগকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। আর এতেই আটালান্টার ফাইনাল নিশ্চিত হয়।
ফাইনাল নিশ্চিত করে আটালান্টা কোচ গিয়ান পিয়েরো গাসপেরিনি বলেছেন, ‘এটা দারুণ এক স্বস্তিদায়ক অনুভূতি। আমরা এ জয় ভক্তদের উৎস্বর্গ করতে চাই। ফাইনাল নিয়ে আমরা পরে চিন্তা করব। আমাদের জন্য ইতোমধ্যেই এটি অনেক বড় একটি সাফল্য। এখন আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিতে হবে।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]