ইরাকের সাথে সম্পর্ক উন্নত করতে চায় সৌদি আরব। সে জন্য গত প্রায় দুই বছর ধরে চেষ্টা চলছে। তার অংশ হিসেবে গত মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ঘোষণা দিলেন বিশাল এক উপহার দেবেন ইরাকবাসীকে।
মঙ্গলবার এক প্রীতি ফুটবল ম্যাচে ইরাকের কাছে সৌদি আরব ৪-১ গোলে হেরে যায়। এরপরই ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে অভিনন্দন জানাতে ফোন করেন বাদশাহ সালমান।
দুই নেতা দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলাপ করেন। এক পর্যায়ে বাদশাহ সালমান হায়দার আবাদিকে বলেন, তিনি বাগদাদে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণ করে দিতে চান। তার দেশের পক্ষ থেকে এটি হবে ইরাকবাসীর জন্য বিশেষ উপহার।
আরব নিউজ জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী বাদশাহর প্রস্তাবে স্বাগত জানান এবং পরদিন এক সংবাদ সম্মেলনে তা ঘোষণা করেন।
জানা গেছে, নতুন স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে ১ লাখ ৩৫ হাজার। তবে এর চেয়ে বেশি আর কিছু কোনো দেশের পক্ষ থেকে জানানো হয়নি।