গ্রানাডার বিপক্ষে হারতে বসা বার্সেলোনা শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৮ গোলের এ ম্যাচে জয় তুলে কোপা দেল রের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বার্সা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে গ্রানাডার মাঠে শেষ আটে ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়। সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল-পাল্টা গোলে শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। গত মাসে একই মাঠে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছিল মেসিরা।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৩৩তম মিনিটে কেনেদি ও ৪৭তম মিনিটে রবের্তো সলদাদোর গোলে এগিয়ে যাওয়া গ্রানাদা জয়ের স্বপ্ন দেখছিল। তবে ম্যাচের শেষের পাঁচ মিনিটের গ্রানাডার স্বপ্ন ভেঙে যায়।
৮৮তম মিনিটে অঁতোয়ান গ্রিজমান ও নির্ধারিত সময়ে (৯০+২ মিনিট) জর্দি আলবার গোলে সমতা টানে বার্সেলোনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে প্রথমে এগিয়ে যায় বার্সেলোনা।
১০০তম মিনিটে গ্রিজমান তার দ্বিতীয় গোল করে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন। তবে ৩-২ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মাত্র ৩ মিনিট পর সমতায় ফিরে গ্রানাডা। স্পট কিক থেকে গোল করে দলকে ৩-৩ গোল সমতায় ফেরান ফেদে ভিকো।
এরপর আবারও ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ১০৮তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ং এবং ১১৩তম মিনিটে আলবার গোলে জয়োল্লাসে মেতে ওঠে সফরকারীরা। দলের পাঁচ গোলে আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির অবদান থাকলেও গোল পাননি তিনি।
ম্যাচে ৭৯ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। এছাড়া প্রতিপক্ষ গ্রানাডার গোলবারের দিকে ৩৬বার বল পাঠিয়েছিল তারা। যার মাঝে ২০বারই ছিল গোলের টার্গেটে। তবে স্বাগতিক গ্রানাডার বিপক্ষে জয় পেয়ে বেশ পরিশ্রমই করতে হয়েছে। এ জয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে পা রেখেছে বার্সেলোনা।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]