৯ জনের সাউদাম্পটনকে ইউনাইটেডের ৯ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
৯ জনের সাউদাম্পটনকে ইউনাইটেডের ৯ গোল

জোড়া লাল কার্ড, ৯ জনের সাউদাম্পটনকে পেয়ে ৯-০ গোলে বিধ্বস্ত করছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ম্যাচে ৯ গোলের ঘটনায় এটি তৃতীয় ম্যাচ। একই সঙ্গে এ জয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সাথে সমান পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ।

টানা দ্বিতীয় মৌসুমে সেইন্টরা ৯ গোলের লজ্জায় ডুবলো। গত মৌসুমে সেন্ট মেরি’সে একই ব্যবধানে লিস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছিল তারা। ১৯৯৫ সালে ইচউইচের জালে ৯ গোল দিয়ে ইউনাইটেডই প্রথম এ রেকর্ড গড়েছিল।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটিতে শুরুর দ্বিতীয় মিনিটে অভিষিক্ত সুইস মিডফিল্ডার আলেক্সান্দ্রে জানকেউইজ লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দলকে পেয়ে বিরতির আগে এ্যারন ভন-বিসাকা, মার্কোস রাশফোর্ড, এডিনসন কাভানি ও ইয়ান বেডনারেকের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড।
sportsmail24
এ্যান্থনি মার্শাল বদলি বেঞ্চ থেকে উঠে এসে দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়েছেন। ৮৬ মিনিটে বেডনারেক দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ত্যাগ করলে সাউদাম্পটন ৯ জনের দলে পরিণত হয়। মার্শালের সাথে দ্বিতীয়ার্ধে স্কট ম্যাকটোমিন, ব্রুনো ফার্নান্দেস ও ড্যানিয়েল জেমস আরও গোল করেন।

ইউনাইটেডের থেকে দুই ম্যাচ কম খেলে সিটি ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ২০১১-১২ মৌসুমে গোল ব্যবধানে ইউনাইটেডকে পিছনে ফেলে শিরোপা জয় করেছিল সিটিজেনরা। ওই স্মৃতি এখনো ভুলতে পারেনি রেড ডেভিলসরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দল বদলের শেষ দিনে রক্ষণভাগ শক্তিশালী করলো লিভারপুল

দল বদলের শেষ দিনে রক্ষণভাগ শক্তিশালী করলো লিভারপুল

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

নিজে থাকতে চান, এমবাপেকেও রাখতে চান নেইমার

নিজে থাকতে চান, এমবাপেকেও রাখতে চান নেইমার

লরিয়েন্টের আক্রমণে বিধ্বস্ত পিএসজি

লরিয়েন্টের আক্রমণে বিধ্বস্ত পিএসজি