রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে বার্সেলোনা

ছবি : বার্সেলোনা

আথলেটিক বিলবাওয়কে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিরের দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সেলোন। ম্যাচে প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল। তবে শেষ দিকে অঁতোয়ান গ্রিজমানের গোলে জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

রোববার (৩১ জানুয়ারি) রাতে লিগ ম্যাচে বিলবাওয়কে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগায় টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো বার্সা, ডার মধ্যে টানা পাঁচ ম্যাচে জয়। এর ফলে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সেলোনা। যদিও ২০ করে ম্যাচ খেলা দুই দলের পয়েন্ট সমান, ৪০।

বার্সেলোনা প্রথম গোলের দেখা পায় ২০তম মিনিটে। মেসির চমৎকার এক ফ্রি কিক বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। আসরে মেসির এটি দ্বাদশ গোল। নিষেধজ্ঞা কাটিয়ে ফেরা গত ম্যাচেও গোল পেয়েছিলেন মেসি

ম্যাচে এর আগেও গোল পেতে পারতেন মেসি। পঞ্চম ও চতুদর্শ মিনিটে দুটি গোলের সুযোগ পেয়েছিলেনদিনি। তবে কাজের কাজটি হয়নি। বিরতির আগ মুহূর্তেও দারুণ একটি আক্রমণ গড়ে তোলেছিল বার্সা। তবে মেসির পাস থেকে পাওয়া বল দেম্বেলে উড়িয়ে মারলে হতাশ হতে হয়।
sportsmail24

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেও ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল বার্সা। মেসির পাস পেয়ে বল পেয়ে গ্রিজমানের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে বিলবাও।

মাঠের বাঁ দিক থেকে রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে জর্দি আলবার পায়ে লেগে বল জালে জড়ায়। একই সময়ে দে মার্কোসের ফাউলের শিকার হয়েছেন বলে দাবি তোলেন আলবা। তবে ভিএআর দেখে উল্টো তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

এরপর ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস থেকে বল ধরে বক্সে মুখে বাড়ান মিনগেসা। সেখান থেকে ঠান্ডা মাথায় গোল আদায় করেন গ্রিজমান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোন।

জানুয়ারির শুরুতে লিগে বিলবাওয়ের মাঠেও ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর দুই সপ্তাহ আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারিয়ে দেয় বিলবাও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে হারলো দশজনের রিয়াল

ঘরের মাঠে হারলো দশজনের রিয়াল

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

দশক সেরা বিশ্ব একাদশে মেসি-রোনালদো

দশক সেরা বিশ্ব একাদশে মেসি-রোনালদো

শীর্ষে উঠার ম্যাচের ম্যানসিটির গোল উৎসব

শীর্ষে উঠার ম্যাচের ম্যানসিটির গোল উৎসব