লা লিগায় ঘরের মাঠে দশ জনের রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে লেভান্তে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে রিয়ালের বিরুদ্ধে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে উঠে এসেছে দলটি।
আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে খেলার ১৩তম মিনিটে মার্কো আসেনসিও এর গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। তবে বিরতিতে যাওয়ার আগেই লেভান্তের হয়ে সমতা টানেন হোসে মোরালেস। এরপর একটি পেনাল্টি ঠেকিয়েও দলকে বাঁচাতে পারেননি থিবো কোর্তোয়া। পেনাল্টি শট মিস করা সেই রজার মার্টি ৭৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে করে লেভান্তেকে জয়ে স্বাদ দেন।
হেরে যাওয়া ম্যাচের শুরুতেই অঘটন ঘটে রিয়ালের। ৯ মিনিটেই লাল কার্ড দেখেন মাঠ ছাড়ে রিয়ালের মিলাতও। ডি-বক্সের ঠিক বাইরে লিয়নকে ফাউল করেন মিলিতাও। শুরুতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে পরে লাল কার্ড দেখান রেফারি।
একজন কম নিয়ে খেলেও ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় রিয়াল। এরপর ২৫ মিনিটে রজার মার্টির দুটি চেষ্টা ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন আসেনসিও। ৩২তম মিনিটে রিয়ালের হয়ে ম্যাচে সমতা আনেন মোরালেস।
চার মিনিট পর এগিয়েও যেতে পারত লেভান্তে। তবে খুব কাছ থেকে নেওয়া মার্টির শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৬৩ মিনিটে পেনাল্টি ঠেকিয়ে রিয়ালের ত্রাতা এই কোর্তোয়াই। ভিনিসিউস জুনিয়র কার্লোস ক্লার্ককে ফাউল করলে শুরুতে ফ্রি কিক দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে দেন পেনাল্টি।
রিয়ালের ওপর চাপ ধরে রেখে ৭৮ মিনিটে এগিয়ে যায় লেভান্তে। কর্নার থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মার্টি। শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে।
লিগে সর্বশেষ ছয় ম্যাচে রিয়ালের বিপক্ষে লেভান্তের তৃতীয় এটি জয়। আর আলাভেসকে আগের ম্যাচে উড়িয়ে দেওয়া রিয়াল পেল আসরে চতুর্থ হারের স্বাদ।
এ ম্যাচে হারলেও ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অ্যাটলেটিকো। আর ২০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে গেছে লেভান্তে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]