ইতালিয়ান কাপে বাক-বিতন্ডার জেড় হিসেবে এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকু। দুটি হলুদ কার্ডের কারণে ম্যাচ থেকে বের হয়ে যাওয়ায় ইব্রাহিমোভিচের নিষেধাজ্ঞা আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে লুকাকু কার্ড পাওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন।
ম্যাচটিতে বিরতির আগে ইন্টার মিলান ও এসি মিলানের দুই তারকার মধ্যে প্রচন্ড বাক-বিতন্ডা হয়। যে কারণে দু’জনকেই হলুদ কার্ড দেখায় রেফারি। মধ্য বিরতির বাঁশি বাজার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই দুই সতীর্থের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চালু ছিল।
বিরতির পর আলেক্সান্দার কোলারোভকে বাজেভাবে ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করেন সুইডিশ তারকা ইব্রা। ৫৮ মিনিটের পর থেকে বাকি সময়টা তাই এসি মিলানকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। ম্যাচে লুকাকুর ইন্টার মিলান ২-১ গোলে ইব্রাহিমোভিচের এসি মিলানকে পরাজিত করে।
Zlatan Ibrahimovic and Romelu Lukaku went head-to-head pic.twitter.com/8U7nMpH4kH
— Goal (@goal) January 26, 2021
নিষেধাজ্ঞার কারণে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না লুকাকু। এদিকে ইব্রাহিমোভিচ নতুন মৌসুমে প্রতিযোগিতায় ইন্টারের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন না।
এছাড়া বিতর্কের বিষয়টিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এখনো তদন্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]