দশক সেরা বিশ্ব একাদশে মেসি-রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২১
দশক সেরা বিশ্ব একাদশে মেসি-রোনালদো

ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) দশক সেরা বিশ্ব একাদশে নাম উঠেছে নিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এছাড়া একাদশে রিয়াল মাদ্রিদের সাবেক-বর্তমান মিলে জায়গা পেয়েছেন মোট পাঁচজন। বার্সেলোনা থেকে রয়েছেন দু’জন।

আইএফএফএইচএস’র একাদশে রিয়াল মাদ্রিদের বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন- সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ এবং টনি ক্রুস। সঙ্গে আছেন তাদের সাবেক ক্লাব সতীর্থ রোনালদো। আর বার্সা থেকে আছেন- মেসি ও সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

একাদশের বাকি খেলোয়াড়রা হলেন- ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখের গোলরক্ষক), ফিলিপ লাম (বায়ার্নের সাবেক ডিফেন্ডার), ভার্জিল ফন ডাইক (লিভারপুলের ডাচ ডিফেন্ডার) এবং রবার্ট লেভানদোভস্কি (বায়ার্নের স্ট্রাইকার)।

একাদশে রিয়ালের আধিপত্যের মূল কারণ হলো- গত এক দশকে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক সাফল্য। দলটি ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে।

অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশক সেরা একাদশে নাম এসেছে রিয়াল ও বার্সার সাত সাবেক এবং বর্তমান খেলোয়াড়ের নাম। তারা হলেন- হুলিও সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, হাভিয়ের মাচেরানো, মার্সেলো, কাসেমিরো, আনহেল দি মারিয়া, পাউলো গুয়েরেরো, মেসি, নেইমার এবং সার্জিও আগুয়েরো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো