গোলরক্ষকের ফাউল, হারের স্বাদ পেল লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ এএম, ২৩ জানুয়ারি ২০২১
গোলরক্ষকের ফাউল, হারের স্বাদ পেল লিভারপুল

সর্বশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি লিভারপুল। ধারণা ছিল, পঞ্চম ম্যাচে দুর্বল বার্নলিনের বিপক্ষে জয়ে ফিরবে তারা। তবে তা আর হলো না, জিততে যেন ভুলে গেছে লিভারপুল। বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া দলটি এবার বার্নলিনেও বিপক্ষে হেরে গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে ইয়ুর্গেন ক্লপের দলকে ১-০ ব্যবধানে হারায় বার্নলি। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অ্যাশলি বার্নস। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাললো লিভারপুল। যার মাঝে তিনটি ড্রম দুটিতে হার।

মোহামেদ সালাহ, রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে নামা লিভারপুল শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল। তবে প্রতিপক্ষ গোলবারে সেভাবে বল পাঠাতে পারছিল না। বিরতির আগে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও পেয়েছিল চ্যাম্পিয়নরা। তবে ডি-বক্স থেকে বেলজিয়ান ফরোয়ার্ড ডিভোক ওরিগির নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ওরিগি ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনকে তুলে নিয়ে সালাহ-ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ।বদলি নেমে চার মিনিট পরেই গোলের সুযোগ পান সালাহ। তবে বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক নিক পোপ।

উল্টো ৮৩তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। স্পট কিকে বার্নলির জয়সূচক গোলটি করেন বার্নস। লিভারপুল গোলরক্ষক আলিসন তাকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। শেষ পর্যন্ত এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলের।

লিগে ১৯ ম্যাচে তৃতীয় বারের মতো হারের স্বাদ পেল লিভারপুল। এ হারে ৩৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে তারা। আর এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে বার্নলি। এছাড়া ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে ছাড়া বার্সার কষ্টের জয়

মেসিকে ছাড়া বার্সার কষ্টের জয়

কমতে পারে মেসির নিষেধাজ্ঞা

কমতে পারে মেসির নিষেধাজ্ঞা

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল এখন রোনালদোর

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড