নিষিদ্ধ লিওনেল মেসি ছাড়াও ডিফেন্ডার জর্দি আলবা, মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ও ফরোয়ার্ড দেম্বেলে ছিলেন না একাদশে। ফলে তৃতীয় সারির দল কোরনিয়ার বিপক্ষে বল দখলে রেখে চাপ তৈরি করলেও জয় পেতে বেশ কষ্ট হয়েছে বার্সেলোনার। অতিরিক্ত সময়ের গোলে জয় তুলে শেষ ষোলোয় পা রেখেছে বার্সা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কোপা দেল রে-এর ম্যাচে কোরনিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানে ৯২তম মিনিটে উসমান দেম্বেলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে ১২০+২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।
ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করে খেললেও গোলরক্ষক রামোন হুয়ানের বাধা অতিক্রম করতে পারছিল না বার্সেলোনার কেউ। ম্যাচের ৩৯তম মিনিটে মিরালেম পিয়ানিচের স্পট কিকও ঠেকিয়ে দেন গোলরক্ষক রামোন।
শুধু তাই নয় ৮০তম মিনিটে দ্বিতীয় স্পট কিকও ঠেকিয়ে দেন রামোন। দেম্বেলের সোজাসুজি শট অনায়াসে পা দিয়ে ঠেকান তিনি। ডি-বক্সে ক্লেমোঁ লংলে ফাউলের শিকার হলে দ্বিতীয় পেনাল্টিটি পায় বার্সেলোনা।
এরপর ৮৮তম মিনিটে পিয়ানিচের বুলেট গতির শটও দুর্দান্ত নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান কোরনিয়া গোলরক্ষক। তবে অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে (৯২তম মিনিট) ব্যর্থ হন রামোন। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে।
এরপর শেষ মুহূর্তে (১২০+২তম মিনিট) দ্বিতীয় গোলটি করেন মার্টিন ব্রাথওয়েট। এর আগে অবশ্য ১১৮তম মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠে বাইরে যান। ফলে শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় কোরনিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]