চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ এএম, ১৯ জানুয়ারি ২০২১
চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি

বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ৭৫৪টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসির। তবে কখনো কোন ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়নি তাকে, যা এবার ঘটলো। বার্সার হয়ে খেলতে নেমে প্রথমবারের মতো লাল কার্ড দেখাই শেষ নয়, নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচের জন্যও।

রোববার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে এ ঘটনা ঘটে। গোল পরিশোধে মরিয়া মেসিকে বার বার অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে মেজাজ হারান মেসি।

মেজাজ হারিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে আঘাত করে বসেন বার্সা অধিনায়ক। রেফারি প্রথমে না দেখলেও পরে ভিএআর-এর সাহায্য নিয়ে লাল কার্ড দেখোন রেফারি। যা বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। বিলবাওয়ের বিপক্ষে ওই ম্যাচে বার্সেলোনাও ২-৩ গোলের ব্যবধানে হেরে গেছে

ওই ঘটনায় এখন ভিডিও খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক দোষে তো লাল দেখে মাঠ ছেড়েছেন মেসি। এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ দোষের পরিমাণ বেশি মনে করলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন মেসি।
sportsmail24
লাল কার্ড দেখায় ৩৩ বছর বয়সী মেসি নিয়ম সাধারণ নিয়মানুযায়ী দুটি ম্যাচ মিস করতে পারেন। তবে কমিটি বিষয়টি কিভাবে দেখছে তার উপর নির্ভর করে শাস্তির মেয়াদ দ্বিগুণও হতে পারে।

বার্সেলোনা অধিনায়কের স্থগিতাদেশের মেয়াদ নির্ধারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কমিটি চলতি সপ্তাহে বৈঠকে বসবে। তবে নিষেধাজ্ঞা যত ম্যাচের জন্যই হোক না কেন তা লা লিগা এবং কোপা দেল রে জুড়ে দেওয়া হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে মেসির প্রথম লাল কার্ড

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব