টানা জয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
টানা জয়ে শীর্ষে পিএসজি

লিগ ওয়ানের নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয়। শুরুতে ছন্দহীন থাকলেও ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। শনিবার অ্যাঙ্গার্সকে হারিয়ে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠেছে নেইমার-এমবাপেরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে পিএসজি। করোনাভাইরাসের ছোবলে জর্জরিত শিরোপাধারীরা। তিনজন খেলোয়াড়ের ছাড়াও দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোও করোনা আক্রান্ত হয়েছেন।

নেইমার, এমবাপে, মোইজে কিনদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। ফলে গোল শূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।
sportsmail24
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ভালো সুযোগ পায় পিএসজি। তবে নেইমারের থ্রু বল ধরে এমবাপের নেওয়া শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।

খেলার ৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন কুরজাওয়া। মাঠের ডান দিক থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া। এ গোলেই শেষ পর্যন্ত টানা জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

লিগ ওয়ানে ২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে শীর্ষে উঠা পিএসজির পয়েন্ট ৪২। আর ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিওঁ এবং ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে লিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

টাইব্রেকারের নাটকীয়তায় ফাইনালে বার্সেলোনা

টাইব্রেকারের নাটকীয়তায় ফাইনালে বার্সেলোনা

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স