প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা বার্নলির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে একমাত্র পল পাগবার গোলে বার্নলির বিপক্ষে ১-০ জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জালের দেখা পাচ্ছিল না তারা। এক সময় শঙ্কাও জেগেছিল পয়েন্ট হারানোর। তবে দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে দারুণ এক গোলে জয় উপহার দেন পগবা। লিগে তাদের এটি টানা তৃতীয় জয়।
বল দখলে এগিয়ে থাকা ইউনাইটেড প্রথম সুযোগ পায় সপ্তদশ মিনিটে। তবে গোলরক্ষক নিক পোপ বরাবর শট নিলে পর্তুগিজ মিডফিল্ডার বল ফিরিয়ে দেন। দুই মিনিট পর আরেকটি সুযোগ পায় তারা। ফের্নান্দেসের ক্রসে ডি-বক্সে অঁতনি মার্সিয়ালের ওভারহেড কিকে বল লাগে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে।
বার বার সুযোগ পেয়েও গোল আদায় করতে না পারা ইউনাইটেড গোল শূন্য ব্যবধান নিয়ে বিরতির যায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেও ভালো সুযোগ নষ্ট করেন কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এ স্ট্রাইকার।
গোল না পেয়ে যখন পয়েন্ট হারানো শঙ্কায় পরে ইউনাইটেড, ঠিক তখনই দলকে গোলে স্বাদ দেন পগবা। ম্যাচের ৭১তম মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। ডান দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন এ ফরাসি মিডফিল্ডার।
শেষ দিকে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্নলি। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মার্সিয়াল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এ জয়ে লিগে টানা তিন ম্যাচে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল। এর ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে বার্নলি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]