চট্টগ্রাম আবাহনীর সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গেছে সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার আল আমিনের। তবে ঢাকার একটি হাসপাতালে তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুব সুমন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার আল আমিনের করোনা পরীক্ষার করা হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের সেমিফাইনালে আল আমিনের ডান পায়ের হাঁটুর নীচে ভেঙে যায়। সঙ্গে সঙ্গে মাঠ থেকে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে ম্যাচে আল আমিনকে মারাত্মকভাবে ট্যাকল করায় লাল কার্ড (দু’টি হলুদ কার্ড) দেখেন চট্টলা আবাহনীর অধিনায়ক ও আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। সফল অস্ত্রোপচারের পর আল আমিনকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।
ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০-এর ওই ম্যাচটিতে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে পা রাকে সাইফ স্পোর্টিং ক্লাব। খেলার ৯ মিনিটে এমানুয়েল আরিওয়াচুকু, ৭২ মিনিটে কেনেথ ইকেচুকওয়ু এবং ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে ইয়াসিন আরাফাত গোল করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]