সিরি-এ’র চলতি মৌসুমে দুর্দান্ত ছুটে চলা এসি মিলানের জয়রথ থামালো জুভেন্টাস। বুধবার (৬ জানুয়ারি) রাতে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্টাস। এ হারে ১৫ ম্যাচে অজেয় থাকার পর মৌসুমের প্রথমবার তেতো স্বাদ পেল শীর্ষে থাকা মিলান।
জুভেন্টাসের পক্ষে জোড়া গোল করেছেন ফেদেরিকো চিয়েসা। বাকি গোল এসেছে ওয়েস্টন ম্যাককেনির পা থেকে। আর এসি মিলানের একমাত্র গোলটি করেছেন দাভিদে কালাব্রিয়া।
দলের নিয়মিত দুই খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমেছিল জুভেন্টাস। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা। দিবালার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দলকে এগিয়ে দেন চিয়েসা। এরপর সুযোগ পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
ম্যাচের ২১তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চিয়েসার বাড়ানো বলে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেননি তিনি। বিপরীতে পাল্টা আক্রমণে ৪১ মিনিটে সমতায় ফেরে মিলান।
দলের হয়ে গোলটি করেন কালাব্রিয়া। তবে সমতায় ফিরলেও নিজেদের ধরে রাখতে পারেনি মিলান। পাল্টা দুই গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফেদেরিকো চিয়েসা এবং ৭৬তম মিনিটে ওয়েস্টন ম্যাককেনি আরও একটি গোল করেন।
এ জয়ে চলতি লিগে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে গেছে জুভেন্টাস। এ ম্যাচে হারলেও ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছে এসি মিলান। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রোমা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]