বার্সেলোনার দুই স্টাফের করোনা, মেসিদের অনুশীলন বন্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৬ জানুয়ারি ২০২১
বার্সেলোনার দুই স্টাফের করোনা, মেসিদের অনুশীলন বন্ধ

বার্সেলোনার মূল দলের দু’জন কোচিং স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। এর ফলে মেসিদের প্রথম দলের অনুশীলন আপাতত বন্ধ রাখা হয়েছে। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বার্সেলোনা জানায়, লা লিগার প্রোটোকল অনুযায়ী পুরো দলের আবারও পিসিআর পরীক্ষা করা হবে। আপাতত বার্সেলোনার প্রথম দলের অনুশীলন সেশন বন্ধ রাখা হয়েছে।

এদিকে বুধবার অ্যাথলেটিকোর বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে নতুন অনুশীলন সেশনের সময় সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

ক্লাব থেকে আরও বলা হয়, দুই কর্মীর করোনা পরীক্ষায় ইতিবাচক ফল আসায় ক্লাবের আরও কোন সদস্যের শরীরে এ ভাইরাস রয়েছে কি-না, তা খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। ফলে আপাতত অনুশীলন স্থগিত রাখা হয়েছে এবং সকলের আবার পরীক্ষা করা হবে।

লা লিগা টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে রোনাল্ড কোম্যানের দল। আর শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৮।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

মেসির গোল খাওয়া ১৬০ গোলরক্ষকে বিয়ার উপহার

মেসির গোল খাওয়া ১৬০ গোলরক্ষকে বিয়ার উপহার

মেসিকে ছাড়াও জয়রথে বার্সেলোনা

মেসিকে ছাড়াও জয়রথে বার্সেলোনা