রোনালদো জোড়া গোল, নতুন বছর জয়ে রাঙালো জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ০৫ জানুয়ারি ২০২১
রোনালদো জোড়া গোল, নতুন বছর জয়ে রাঙালো জুভেন্টাস

দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে নতুন বছরের শুরুটা জয়ে রাঙালো জুভেন্টাস। রোববার (৩ জানুয়ারি) রাতে নিজেদের মাঠে উদিনিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রোনালদো ছাড়া একটি করে গোল করেছেন ফেদেরিকো চিয়েসা ও পাওলো দিবালা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে ‍জুভেন্টাস। তার ফলও পায় তারা। ৩১তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে অ্যারন র‌্যামজির বাড়ানো বল ধরে ডি-বক্স থেকে জোরালো শটে খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

অবশ্য এর আগে গোলের দেখা পেয়েছিল উদিনিসরা। ম্যাচের ১১তম মিনিটে রদ্রিগো দে পল বল জালে পাঠালে এগিয়ে যাওয়ার উৎসবে মেতে ওঠে উদিনিস। তবে হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে (৪৯তম মিনিট) ব্যবধান বাড়ান চিয়েসা। রোনালদোর থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এ ইতালিয়ান মিডফিল্ডার। এর দুই মিনিট পর র‌্যামজি বল জালে পাঠালেও ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। রদ্রিগো বেন্তানকুরের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচে এ জোড়া গোলের ফলে আসরে ১১ ম্যাচে ১৪বার জালের দেখা পেলেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০তম মিনিট) উদিনিসের হয়ে ব্যবধান কমান ডাচ ডিফেন্ডার মারভিন জিগেলার। তবে যোগ করা সময়ে ব্যবধার বাড়ান দিবালা। ফলে ৪-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

১৪ ম্যাচে সাত জয় ও ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছে জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে উদিনিস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

দুই বিদেশির গোলে ধানমন্ডিকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

দুই বিদেশির গোলে ধানমন্ডিকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা

‘অশোভন’ আচরণে ফেঁসে যাচ্ছেন কোচ ন্যুনো

‘অশোভন’ আচরণে ফেঁসে যাচ্ছেন কোচ ন্যুনো