এসডি হুয়েস্কার রক্ষণাত্মক কৌশলে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (৩ জনুয়ারি) লা লিগায় পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির মাঠে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
চোট কাটিয়ে এ ম্যাচে দলে ফিরেছিলেন লিওনেল মেসি। দলের একমাত্র গোলে অবদান রাখলেও অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তিনি। বার্সেলোনার প্রথমার্ধে ১৩টি শটের মাঝে চারটেই গোলের লক্ষ্য ছিল।
রক্ষণাত্মক কৌশলে খেলা হুয়েস্কার বিপক্ষ ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে ছোট ডি-বক্সের মুখে বাড়ানো মেসির দারুণ ক্রসে লাফিয়ে দেওয়া টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ডি ইয়ং। এটিই ছিল একমাত্র গোল।
বিরতির আগে ৪১তম মিনিটে মেসির একটি ফ্রি কিক ঝাঁপিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক ফের্নান্দেস। ফলে গোল বঞ্চিত হন মেসি।
দ্বিতীয়ার্ধেরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছে বার্সেলোনা। তবে গোলে দেখা পায়নি। মেসির ৬৯তম মিনিটের একটি জোরালো শটও গোলরক্ষক ঠেকিয়ে দেন। ৭৭তম মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফের্নান্দেস। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড় বার্সেলোনা।
এ জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৮। এছাড়া দুয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ এবং ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিয়ারিয়াল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]