দুই বিদেশির গোলে ধানমন্ডিকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ জানুয়ারি ২০২১
দুই বিদেশির গোলে ধানমন্ডিকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

আর্জেন্টিনার রাউল অস্কার ও ব্রাজিলের রবসন সিলভারের গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সেমিফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রোববার (৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় কিংস।

প্রতিপক্ষের ফরোয়ার্ডদের গোলের সুযোগ না দিয়ে ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে ফেডারেশন কাপের তৃতীয় দল হিসেবে সেমিতে পা রাখলো বসুন্ধরা কিংস।
sportsmail24
ম্যাচের ১০ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথনের ক্রসে নিঁখুত ফিনিশিংয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন আর্জেন্টাইন রাউল অস্কার। আর শেষ দিকে ৮৯ মিনিটে ব্যবধান ২-০ করে ব্রাজিলের রবসন সিলভার।

কিংসের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউলের শট পোস্টে লেগে ফিরে এলে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হন জামাল।

ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার বিকেল ৪টায়। ওই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী খেলবে উত্তরবারিধারা ক্লাবের বিরুদ্ধে। আর ওই ম্যাচের জয়ী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা

বছরের শুরুতে জয় পেয়ে লিভারপুলকে ধরলো ম্যানইউ

বছরের শুরুতে জয় পেয়ে লিভারপুলকে ধরলো ম্যানইউ

‘অশোভন’ আচরণে ফেঁসে যাচ্ছেন কোচ ন্যুনো

‘অশোভন’ আচরণে ফেঁসে যাচ্ছেন কোচ ন্যুনো

‘হুমকি’ মোকাবেলায় লিভারপুলের করণীয় জানালেন মিলনার

‘হুমকি’ মোকাবেলায় লিভারপুলের করণীয় জানালেন মিলনার