বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, নেইমারের পুনরায় কাতালান জায়ান্টে ফেরার বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড চুক্তিতে বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে পাড়ি জমান এই তারকা ব্রাজিলিয়ান। কিন্তু পায়ের ইনজুরির কারণে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা হয়নি।
ইনজুরির মাত্রা এতোটাই গুরুতর যে, অস্ত্রোপচারের পরে এখন নেইমারের বিশ্বকাপে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, নেইমার পিএসজিতে এখনো সেভাবে মানিয়ে নিতে পারছেন না। লা লিগা ছাড়ার পর থেকেই পুনরায় স্পেনে তার ফিরে আসার ব্যপারে গুঞ্জনও শোনা গেছে।
কিন্তু ভালভার্দে এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি কিছুতের বুঝতে পারছি না, এই ধরনের কথা কেন ওঠছে। অলৌকিক কোন পরিস্থিতি নিয়ে আলোচনা না করাই ভালো।’