রেফারি লি ম্যাসনের বিষয়ে মন্তব্য করায় উল্ফসের কোচ ন্যুনো এস্পিরিটো স্যান্টোর বিরুদ্ধে ‘অশোভন’ আচরণের অভিযোগ তুলেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত ২১ ডিসেম্বর (সোমবার) বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের পর কর্মকর্তাদের সমালোচনা সহ্য করতে হয়েছিল এ পুর্তগীজ কোচকে।
বিজ্ঞপ্তিতে এফএ জানায়, ‘ন্যুনোর বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচের এফএ ধারা ই-৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের ২১ ডিসেম্বর (সোমবার) বার্নলি এফসির বিপক্ষে ম্যাচের সময় ঘটনাটি ঘটে।’
‘ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের মন্তব্য করেছেন এবং ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
এখন ৫ জানুয়ারির (মঙ্গলবার) মধ্যে ন্যুনোকে এ অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। বার্নলির বিপক্ষে ওই ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল উল্ফস। এতে ক্ষিপ্ত হয়ে দলটির কোচ বলেন, ‘প্রিমিয়ার লিগের খেলায় বাঁশি বাজানোর মতো মান এ রেফারির নেই।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]