দুর্বল এলচের বিপক্ষে রিয়ালের হোঁচট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৮ এএম, ০১ জানুয়ারি ২০২১
দুর্বল এলচের বিপক্ষে রিয়ালের হোঁচট

বছরের শেষ ম্যাচটা জয়ে রাঙ্গাতে পারলো না রিয়াল মাদ্রিদ। দুর্বল এলচের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে পয়েন্ট হারিয়েছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোল ড্র করেছে এলচে।

লুকা মদ্রিচের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফিদেল। এর ফলে লা লিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল।

খেলার ২০তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মার্কো আসেনসিওর দূরপাল্লার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পেলেও ফিরতি বলে হেড করে গোল করেন লুকা মদ্রিচ। চোট কাটিয়ে ফেরা ক্রোয়াট মিডফিল্ডারের আসরে এটি তৃতীয় গোল। এরপর ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ফিদেল। ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ডিফেন্ডার দানি কারভাহাল টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সমতায় ফিরে রিয়ালকে আরও বিপদে ফেরতে গিয়েছিল এলচে।

ম্যাচের ৬৩তম মিনিটে লুকাস বোয়ের নিচু শট পোস্টের বাইরে লাগলে বেঁচে যায় সফরকারীরা। তবে এর একটু পর রিয়ালও সুযোগ পেয়েছিল। তবে গোলরক্ষকের বাধায় সেটি আর হয়নি।

দ্বিতীয়ার্ধে রিয়াল ছন্দ বিহীন ভাবে খেলে। সেই সুযোগে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এলচে। তবে গোল আদায় করতে পারেনি তারা। তবে রিয়ালের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে গেছে এলচে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তের ম্যানইউ’র নাটকীয় জয়

শেষ মুহূর্তের ম্যানইউ’র নাটকীয় জয়

মেসি বিহীন বার্সেলোনাকে রুখে দিল এইবার

মেসি বিহীন বার্সেলোনাকে রুখে দিল এইবার

ম্যানচেস্টার সিটি-এভারটন ম্যাচ পরিত্যাক্ত

ম্যানচেস্টার সিটি-এভারটন ম্যাচ পরিত্যাক্ত

গাব্রিয়েল করোনা পজিটিভ

গাব্রিয়েল করোনা পজিটিভ