সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০
সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সবকিছু ঠিক থাকলে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ আসর।

সোমবার (২৮ ডিসেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিশ্চিত করে সাফ কর্তৃপক্ষ। একই বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করতে চায় বাফুফে। আন্তর্জাতিক এ টুর্নামেন্টের জন্য খসড়া সূচি করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গত সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা থাকলেও বৈশ্বিক মহামারির কারণে তা আর হয়ে ওঠেনি। পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হয়েছে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়।

নতুন তারিখ অনুযায়ী দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর অনুষ্ঠিত হবে ২০২১ সালের সেপ্টেম্বরে ১৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত। অংশ নেওয়া দলের সংখ্যা হবে সাত।

এছাড়া ২০২১ সালে সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে। এ চারটি চ্যাম্পিয়নশিপ হলো- ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

করোনায় বাতিল ফুটবলের দুই বিশ্বকাপ

করোনায় বাতিল ফুটবলের দুই বিশ্বকাপ

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো