সারা বিশ্ব করোনার হানায় বিধ্বস্ত হলেও ২০২০ সালটা যেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির। ২০২০ সালের ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা এ তারকা ফুটবলার এবার জিতলেন গ্লোব সকার অ্যাওয়ার্ড।
রোববার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ে এ অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখের এ তারকা স্ট্রাইকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২০’ এ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লেভানডোভস্কি। চলতি বছরেই পাওয়া ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এবং ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২০’ দুটোই লেভানডোভস্কির ক্যারিয়ারে প্রথমবার পুরস্কার।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন লেভানডোভস্কি। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেছেন এ স্ট্রাইকার।
ইউরোপের সেরা পাঁচ লিগের সব প্রতিযোগিতায় যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মৌসুমে ১৬টি গোল বেশি করেছেন লেভানযোভস্কি। চলতি মৌসুমেও ঠিক একইভাবে ছুটে চলছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]