পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ এএম, ১০ মার্চ ২০১৮
পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে উয়েফা

রিয়াল মাদ্রিদে ও পিএসজির ফিরতি লেগের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না। জয় পেতে যেমন মরিয়া ছিল পিএসজি, তেমনি দলটির সমর্থকরাও ছেড়ে কথা বলার ক্ষেত্রে ছিল আপোষহীন। তারই জের ধরে পার্ক দেস প্রিন্সের ভেতরে যে পরিমাণ দর্শক ছিল তার চেয়ে কম ছিল না বাইরে।

এসময় বেশ হট্টগোলও করেছে তারা। মাঠ এবং মাঠের বাইরে আতশবাজি ফুটিয়েছে, আগুনের ফুলকি তৈরি করে চিৎকার-চেচামেচি করেছে। লেজার লাইট দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে তারা। এছাড়া খেলোয়াড়দের আসা-যাওয়ার পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। এমনকি রোনালদোর দিকে বোতলও ছুড়ে মারা হয়েছে। পিএসজি সমর্থকদের এমন আচরণে দুই-দুইবার ম্যাচ বন্ধ করতে বাধ্য হয়েছেন জার্মান রেফারি ফেলিক্স। এসব কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে পিএসজির আয়োজক কমিটি।

এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। উয়েফার অনুচ্ছেদ ১৬ এর ডিসিপ্লিনারি রেগুলেশন অনুযায়ী পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লাতিনি ২০২৬ বিশ্বকাপে ফিরবেন আশা ব্লাটারের

প্লাতিনি ২০২৬ বিশ্বকাপে ফিরবেন আশা ব্লাটারের

আচরণে মাহরেজের দুঃখ প্রকাশ

আচরণে মাহরেজের দুঃখ প্রকাশ

ব্যর্থতা কাটিয়ে মিলানের মাঠে আর্সেনালের জয়

ব্যর্থতা কাটিয়ে মিলানের মাঠে আর্সেনালের জয়

হেরেও শেষ আটে ম্যানসিটি

হেরেও শেষ আটে ম্যানসিটি