লিওনেল মেসি, মিসরের মোহামেদ সালাহ ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে হারিয়ে একুশ শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়ে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া শতাব্দীর সেরা কোচের খেতাব জিতেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ম্যানেজার পেপ গার্দিওলা।
রোববার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ে এক অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকার হাতে ২০০১-২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে রোনালদো এ পুরস্কার গ্রহণ করেন।
রোনালদো পুরস্কারের জন্য বিবেচিত এ সময়ে পাঁচটি চ্যাম্পিয়ন লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দু’টি লা লিগা, জুভেন্টাসের হয়ে দুটি সিরি-এ, দেশের হয়ে একটি ইউরো কাপ এবং উয়েফা নেশনস লিগসহ অনেক শিরোপা জিতেছেন।
পুরস্কার গ্রহণ শেষে তিনি বলেন, ‘যেকোন স্বীকৃতি পাওয়াই অনেক আনন্দের বিষয়। লম্বা সময় ধরে সাফল্যের শীর্ষে থাকা খুব সহজ কাজ নয়। আমি সত্যিই গর্বিত। তবে দল, ভালো কোচ এবং ক্লাব ছাড়া আমার এ সফলতা সম্ভব ছিল না।’
এছাড়া টুইটারে ছবি প্রকাশ করে রোনালদো আরও বলেন, ‘আজকের পুরস্কার পাওয়ার চেয়ে বেশি খুশি আর হতে পারে না। পেশাদার ক্যারিয়ারের ২০ বছর পূর্তিতে এমন একটা পুরস্কার সত্যিই আনন্দের। গ্লোব সকার প্লেয়ার অব দ্য সেঞ্চুরি- অনেক গর্বের সঙ্গে এ স্বীকৃতিটা গ্রহণ করছি আমি।’
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শতাব্দীসেরা কোচ পেপ গার্দিওলা। পরে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি পুরস্কার গ্রহণ করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]