বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। নতুন রূপে ছড়িয়ে পড়া এ ভাইরাসে প্রথমেই গ্রাস করলো ছোটদের দু’টি বিশ্বকাপ। কোভিড-১৯ এর ফলে বাতিল করা হয়েছে ছোটদের জোড়া বিশ্বকাপ। ২০২১ সালের ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল এখন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ফিফা কাউন্সিল ব্যুরো এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার জেরে ছোটেদর এ দুটি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এখন ২০২৩ সালে ওই দুটি দেশেই বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হবে।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে। এটা পরিষ্কার যে, বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
যদিও দেশ দুটি বিশ্বকাপ আয়োজনে অনেকটাই প্রস্তুতি নিয়েছিল। তবে করোনার কারণে তাদের এ প্রস্তুতি কাজে আসলো না। তবে এ জন্য দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]