ভারতের আই লিগে খেলতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশের অধিনায়ক।
৩০ বছরের এ মিডফিল্ডার কলকাতা পৌঁছে বলেন, ‘দারুণ খুশি মোহামেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এ ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি।’
ক্লাবের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
চলতি বছরের অক্টোবর মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভূঁইয়া। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ায় জামালের মোহামেডানে খেলা নিয়ে আশঙ্কা দেখা দেয়। তবে ১৯ ডিসেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় সর্বশেষ কলকাতায় গেলেন জামাল।
২০১৪ সালে মামুনুল ইসলাম মামুনের পর দীর্ঘ বিরতি শেষে বাংলাদেশের কোন ফুটবলার কলকাতায় খেলেতে গেলেন। জামাল ভূঁইয়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪৭টি ম্যাচ খেলেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]