আই লিগে খেলতে ভারত গেলেন জামাল ভূঁইয়া, চাইলে দোয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২০
আই লিগে খেলতে ভারত গেলেন জামাল ভূঁইয়া, চাইলে দোয়া

ফাইল ফটো

নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারত গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে দেশটির আই লিগে খেলবেন তিনি। এর মধ্য দিয়ে ২০১৪ সালে মামুনুল ইসলাম মামুনের পর দীর্ঘ বিরতি শেষে বাংলাদেশের কোন ফুটবলার কলকাতায় খেলেতে গেলেন।

করোনার কারণে দেশের মাটিতে ক্রিকেট না ফিরলেও ৯ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে ভারতের জাতীয় ফুটবল লিগ -আই লিগ। প্রতিযোগিতায় কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল।

জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডানের হয়ে খেলার বিষয়টি আগে থেকে নিশ্চিত থাকলেও বাধ সাধে করোনাভাইরাস। গত ৪ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল, ফলে তৈরি হয় শঙ্কা।

এর মাঝে ১৯ ডিসেম্বর করোনাভাইরাস থেকে মুক্ত হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পরীক্ষায় করোনা নেগেটিভ আসার পর মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশে ফিরেন এবং দেশের ফিরেও করোনা পরীক্ষা পাস করেন তিনি।

জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। এছাড়া জামাল ভূইয়া নিজেও এক বিডিও বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় জামাল দোয়া চেয়ে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) কলকাতা যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ কলকাতা মোহামেডানে যোগ দেব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

রক্ষণাত্মক খেলেও কাতারে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল