নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে মালির দুই খেলোয়াড় অভিযুক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২০
নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে মালির দুই খেলোয়াড় অভিযুক্ত

নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালজবার্গের দুই খেলোয়াড়। নভেম্বরে মালির হয়ে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়েছিলেন মিডফিল্ডার মোহাম্মদ কামারা ও ফরোয়ার্ড সেকু কোইটা। অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন আরবি সালজবার্গ এ তথ্য নিশ্চিত করেছে।

ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, মিডফিল্ডার মোহাম্মদ কামারা ও ফরোয়ার্ড সেকু কোইটা অসুস্থতার কথা বলে ওই ঔষধ গ্রহণ করেন, যার মধ্যে নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে। যদিও খেলোয়াড়রা দাবি করেছেন, ঔষধগুলো তারা জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরামর্শেই গ্রহণ করেছেন।

আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওই দুই খেলোয়াড়ের বিপক্ষে দ্রুতই তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন উয়েফা।

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সালজবার্গের যেখানে গর্বিত হওয়ার কথা সেখানে এখন ক্লাবটি অযাচিত এ ঘটনায় দারুণ অস্বস্তিতে পড়েছে। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, কামারা ও কোইটা সালজবার্গের অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং মালির ঘটনা নিয়ে তারা ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত জানতে চেয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পেলেকে ছাড়িয়ে মেসির রেকর্ড, বার্সার দাপুটে জয়

পেলেকে ছাড়িয়ে মেসির রেকর্ড, বার্সার দাপুটে জয়

ঘরে মাঠে দুর্বল ফিওরেন্টিনার কাছে বিধ্বস্ত জুভেন্টাস

ঘরে মাঠে দুর্বল ফিওরেন্টিনার কাছে বিধ্বস্ত জুভেন্টাস

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

প্রতিপক্ষের গায়ে থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম

প্রতিপক্ষের গায়ে থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম