‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৩ ডিসেম্বর ২০২০
‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি

ফাইল ফটো

বার্সেলোনার তারকা লিওনেল মেসি স্বীকার করেছেন এবারের মৌসুমে গ্রীষ্মের সময়টা একেবারেই ভালো যায়নি। একইসাথে তিনি স্বীকার করেছেন, তার এ বাজে ফর্ম ক্লাবের ফলাফলের ওপরও প্রভাব ফেলেছে। তবে ক্লাবে এ মুহূর্তে বেশ উপভোগ করছেন তিনি।

চলতি বছরের আগস্টে দলবদলের বিষয়ে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ নিয়ে তৎকালীন ক্লাব সভাপাতি জোসেপ মারিয়া বার্তোমেউর সাথে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় মেসির। যে কারণে মেয়াদ শেষের আগেই সভাপতির পদ ছাড়তে হয় বার্তোমেউ-এর। তবে আর আগেই বার্সেলোনায় থেকে যান ৩৩ বছর বয়সী মেসি

স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটাতে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘মৌসুমের শুরুতেই আমি সবকিছু পিছনে ফেলে এসেছি। সত্যি কথা হচ্ছে ক্লাবের সময়টা আমি এ মুহূর্তে উপভোগ করছি। যদি গ্রীষ্মকালীন সময়টা আমার মোটেই ভালো কাটেনি।’

গত শনিবার ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে বার্সার হয়ে প্রথম গোলটি করে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে ৬৪৩ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করেছেন। এবারের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে ১৭ ম্যাচে এটি মেসির নবম গোল। বর্তমানে লা লিগা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কাতালান জায়ান্টরা।

মৌসুমের শেষে মেসির সাথে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাবে। ফলে ফ্রি এজেন্টে পরিণত হবেন আর্জেন্টাইন এ সুপারস্টার। ১ জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সাথে আলোচনা শুরু করতে পারবেন।

বার্সেলোনার অন্তবর্তীকালীণ সভাপতি কার্লোস টাসকুয়েটস জানুয়ারিতে সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবের সর্বোচ্চ পদে আসীন থাকবেন। অক্টোবরে বার্তোমেউর পদত্যাগের পর তাকে ক্লাবের দায়িত্ব দেওয়া হয়। এর আগেও টাসকুয়েটস স্পষ্টভাবেই বলেছিলেন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই মেসিকে ছেড়ে দেওয়া উচিৎ ছিল।

করোনাভাইরাসের কারণে ক্লাবের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে নভেম্বরেই খেলোয়াড়দের কাছ থেকে বেতন কেটে নেওয়া হয়। এ কারণে ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়ন ক্লাবটি প্রায় ১২২ মিলিয়ন ইউরো বাঁচাতে পেরেছে।

সব কিছুকে পিছনে ফেলে নতুন মৌসুম শুরু করা মেসি অবশ্য শীতকালীন বিরতির পর সময়টা আরও ভালোভাবে উপভোগ করতে চান। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমি বেশ ভালো অনুভব করছি এবং প্রতিযোগিতায় ফিরে আসার ব্যপারে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘আমি জানি অনেক দিক থেকেই ক্লাব বেশ কঠিন পরিস্থিতি মুখে আছে। যা কি-না মাঠ এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বার্সাকে ঘিড়ে সবকিছুই এখন এক কঠিন সময়ের মুখোমুখি। তবে আমি নিশ্চিত সকলে মিলে এ কঠিন সময়ে আমরা অবশ্যই ক্লাবকে বাঁচাতে পারবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

‘চ্যাম্পিয়ন ফর পিস’ অ্যাওয়ার্ড জিতলেন মেসি

‘চ্যাম্পিয়ন ফর পিস’ অ্যাওয়ার্ড জিতলেন মেসি

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’